পাবনার জাগির হোসেন একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
- প্রকাশিত সময় ০৮:২৩:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২০
- / 69
নিজস্ব সংবাদদাতাঃ পাবনা শহরের ঐতিহ্যবাহী স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান জাগির হোসেন একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে।
গতকাল মঙ্গলবার বিদ্যালয় প্রাঙ্গণে পরিচালনার কমিটির সভাপতি আলহাজ্ব শফিকুল ইসলাম খান এর সভাপতিত্বে ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল মতিন এর সার্বিক পরিচালায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মাদ রেজাউল রহিম লাল। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ মোশারফ হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ শাওয়াল বিশ্বাস ও জাগির হোসেন ট্রাস্ট সভাপতি আলহাজ্ব মোঃ আব্দুল্লাহ।
বিশেষ অতিথি আলহাজ্ব মোশারফ হোসেন বিদ্যালয়ের প্রশংসা করে শিক্ষার্থীদের অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, শুধু শিক্ষা প্রতিষ্ঠানের ভরসায় সন্তাদের ছেড়ে দিয়ে রাখলে চলবে না। জেলা স্কুল ও গার্লস স্কুলের শিক্ষার্থীদের পিতা মাতার মত সন্তানের পিছনে শ্রম দিতে হবে। পরিশেষে তিনি স্কুলের উত্তোর উত্তোর উন্নতি কামনায় করেন।
বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় ২৬টি ইভেন্টে ছাত্র-ছাত্রী অংশ গ্রহণ করে। ৭৮জন শিক্ষার্থীকে পুরস্কার দেওয়া হয়।