নোয়াখালীর সুবর্ণচর উপজেলার ২ নং চরবাটা ইউনিয়ন চেয়ারম্যান মোজাম্মেল হোসেন জামিনে মুক্ত।
- প্রকাশিত সময় ১২:৪৩:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ২০ জানুয়ারী ২০২০
- / 165
নোয়াখালী জেলার সুবর্ণচর উপজেলার ২ নং চরবাটা ইউনিয়ন চেয়ারম্যান মোজাম্মেল হোসেন আজ দুপুর ১১:০০ ঘটিকার সময় নোয়াখালী জেলা দায়রা জর্জ কোর্ট থেকে জামিন লাভ করেন।
গত ২৭ ডিসেম্বর ২০১৯ ইং স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়, স্থানীয় সরকার বিভাগ এক প্রজ্ঞাপনের মাধ্যমে জানান যে, নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০(সংশোধিত ২০০৩) এর ৯(১)৩০ ধারাদ্বয় দন্ডবিধির ৩৪২/৩২৩/৪৩/৫০৬(২) ধারার মামলার অভিযোগ বিজ্ঞ আদালত কৃর্তৃক গৃহীত হওয়ায় জনস্বার্থে তার দ্বারা ইউনিয়ন পরিষদে ক্ষমতা প্রয়োগ প্রশাসনিক দৃষ্টিকোণ থেকে উচিত নয় বলে সরকার মনে করেন।
তাই চেয়ারম্যান মোজাম্মেল হোসেন মামলা হওয়ার কারনে জনগনের নায্য অধিকার আদায়ে, জনগনের অধিকার, জনসেবা প্রদানের লক্ষে, রাষ্ট্রীয় আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে গত ০১/০১/২০২০ ইং বিজ্ঞ আদালতে উপস্হিত হয়ে আত্নসমর্পন করে আদালতে জামিনের জন্য আবেদন করেন।
কিন্তুু বিজ্ঞ আদালত জামিন আবেদন না মঞ্জুর করে চেয়ারম্যান মহোদয়কে কারাগারে প্রেরন করার নির্দেশ দেন।
উক্ত চেয়ারম্যান মোজাম্মেল হোসেন আদালতের প্রতি সন্মান রেখে, সকল আইনি প্রক্রিয়া সম্পূর্ণ করে আজ জামিনে মুক্তি লাভ করেন।
২ নং চরবাটা ইউনিয়নের শত শত নেতা কর্মীরা সকাল ১০ ঘটিকা হতে আদালত চত্বরে অপেক্ষায় থাকে, কখন প্রিয় চেয়ারম্যানের মোজাম্মেল হোসেনের জামিন হবে তার জন্য।
আওয়ামিলীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাদের চেয়ারম্যান কে এক নজর দেখতে দীর্ঘ সময় অপেক্ষা করতে দেখা যায়।
সকল আইনি প্রক্রিয়া শেষে, আদালত চত্বরে চেয়ারম্যান কে ফুলের মালা দিয়ে বরন করে নেন নেতা কর্মীরা ও চরবাটার জনসাধারণ।
সেই সময় আওয়ামিলীগ নেতা মোঃ বোরহান উদ্দিন, সেন্টু, শামীম, কামরুল ডুবাই, আবু মেম্বার, খায়ের মেম্বার, আকবর হোসেন শাহনাজ মেম্বার, রুপা মেম্বার, ছাত্রলীগ নেতা মোঃ সোহাগ, আরাফাত, সম্পদ, যুবলীদ নেতা টুটুল ও ২ নং চরবাটা ইউনিয়নের বিপুল সংখ্যক সাধারণ জনগন উপস্হিত ছিলেন।