শাহপরীর বাঁধ জলোচ্ছ্বাস ও লবণাক্ততা থেকে রক্ষা করবেঃ পানি সম্পদ প্রতিমন্ত্রী
- প্রকাশিত সময় ০৪:৪৯:১৩ অপরাহ্ন, রবিবার, ২ ফেব্রুয়ারী ২০২০
- / 166
প্রেস বিজ্ঞপ্তিঃ পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বলেছেন, শাহপরী দ্বীপের বাঁধ ২০১২ সালে জলোচ্ছ্বাসে তীব্র ধসের পর সরকার এবার বাঁধ নর্মিাণ করছেে যা উখয়িা, টকেনাফের স্থানীয়দেরকে র্দীর্ঘদিনের জলোচ্ছ্বাস-সহ লবণাক্ত সমস্যা থেকে রক্ষা করবে।
গতকাল কক্সবাজারের টকেনাফ উপজেলার শাহপরী দ্বিপের বাঁধ এলাকা ও বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত নিরাপত্তা দৃঢ়করণে নাফ নদীর তীরে বাঁধ এলাকা পরর্দিশনকালে মন্ত্রী একথা বলনে।
মন্ত্রী বলনে, এই এলাকা লবণাক্ততার জন্য ফসল আবাদ করতে পারছিল না যা এই বাঁধ ও তীররক্ষার ফলে ইতোমধ্যে অনেকাংশ নিরসন হয়েছে। এ ছাড়া সারা দেশে সকল চলমান প্রকল্প দ্রুত সম্পন্নরে জন্য ঠিকাদারদের নির্দেশনা রয়েছে এবং কাজের র্দীঘসূত্রতার জন্য অনেক থিকাদারকে কালো তালকিাভুক্ত করা হয়েছে।
সাংবাদকিদরে এক প্রশ্নরে জবাবে প্রতমিন্ত্রী বলনে, বাংলাদশে-মিয়ানমারের মধ্যে বিরাজমান পরস্থিতিতে নাফ নদীর অদূরে এই তীর রক্ষা বাঁধ সীমান্তে বিজিবি টহলওে সহায়তা করবে যা দেশের জাতীয় স্বার্থের জন্য সহায়ক।