পাবনায় প্রতিষ্ঠিত হল “তারুণ্যের উল্লাসে রক্তদান বাংলাদেশ (TUR-BD)” নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন
- প্রকাশিত সময় ১১:৫৩:২৫ অপরাহ্ন, রবিবার, ২ ফেব্রুয়ারী ২০২০
- / 126
পাবনা প্রতিনিধিঃ স্বেচ্ছায় রক্তদান নিয়ে কাজ করার জন্য পাবনায় প্রতিষ্ঠিত হল “তারুণ্যের উল্লাসে রক্তদান বাংলাদেশ (TUR-BD)” নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন।
রক্তদান মহৎ দান, এক ব্যাগ রক্ত বাচিয়ে দিতে পারে কারো প্রাণ। সেই ইচ্ছা পোষণ করে পাবনাতে আবারো উদ্যোগী হল এক ঝাঁক তরুণ-তরুণী। তারা প্রতিষ্ঠিত করল “তারুণ্যের উল্লাসে রক্তদান বাংলাদেশ” নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন। যার উদ্যোক্তা কলেজপড়ুয়া শ্রী জীবন কুমার সরকার এবং আফরিদা আলম বর্ষা।
তারা আজ ২ ফেব্রুয়ারি, ২০২০ ইং তারিখ, রোজ রবিবারে পাবনা সরকারি এডওয়ার্ড কলেজ বিশ্ববিদ্যালয় মাঠে রক্তদান নিয়ে একটি উন্মুক্ত আলোচনা এবং পরিচিতি সভার আয়োজন করেন।
যেখানে তারুণ্যের উল্লাসে রক্তদান বাংলাদেশ” এর প্রায় অর্ধশতাধিক রক্ত সৈনিক অংশগ্রহণ করেন। সেখানে রক্তদান নিয়ে অনুপ্রেরণামূলক নানান দিকনির্দেশনা প্রদান করেন আরো একটি মানবিক সংগঠন “তারুণ্যের অগ্রযাত্রা” এর উদ্যোক্তা যুবরাজ খান প্রিন্স। যা উক্ত আয়োজনটিকে আরো শোভায়িত করে। যার দিকনির্দেশনামূলক বক্তব্যে পথচলতি ও আড্ডারত শতাধিক জনগণ তাদের উদ্যোগকে সাধুবাদ জানিয়ে রক্তদানে আগ্রহী হন।
সর্বশেষে সবার মধ্যে রক্তদান নিয়ে কাজ করার মনোভাব রেখে উক্ত সভার সমাপ্তি হয়।