বেনাপোলের শার্শা থানা শিশুবান্ধব কেন্দ্রের উদ্বোধন
- প্রকাশিত সময় ১১:১৩:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী ২০২০
- / 123
বেনাপোল প্রতিনিধিঃ মুজিব বর্ষের অঙ্গীকার পুলিশ হবে জনতার” এ শ্লোগানে শার্শা থানাকে শিশুবান্ধব হিসাবে গড়ে তোলার লক্ষ্যে এক সংক্ষিপ্ত আলোচনা অনুষ্টানের মধ্যে দিয়ে শুভ উদ্বোধন করা হয়েছে।
আজ সকাল সাড়ে ১১ টার সময় শার্শা থানায় ফিতা কেটে ও স্থানীয় সাংবাদিকদের ফুলেল শুভেচ্ছা দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকীকে সামনে রেখে অনুষ্টানের শুভ উদ্ভোধন করেন শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বলেন, শিশুবান্ধব থানা হিসাবে গড়ে তোলার লক্ষ্যে শার্শা থানার পক্ষ থেকে আমরা এর আয়োজন করেছি। একজন শিশু থানায় আসলে সে যেন পুলিশ দেখে আতঙ্কিত না হয়।
অনেক সময় অনেক ঘটনার শিকার হয়ে শিশু ভিকটিম হয়ে থানায় আসে। এই ভিকটিমের মনে যাতে কোন ভয়ের সৃষ্টি না হয় বা থানা পুলিশ সম্পর্কে কোন নেতিবাচক ধারনা সৃষ্টি না হয় সে লক্ষ্যে শার্শা থানা পুলিশ নিজ উদ্যোগে এ কর্মসুচির আয়োজন করেছে।
এছাড়া অনেক শিশু মা অথবা বাবা্র সাথে থানায় আসে, তারাও যেন পুলিশ দেখে আতঙ্কিত না হয়। তারা যেন থানায় এসে পুলিশের সাথে বন্ধুদের মত আচারণ করতে পারে, তার জন্য শিশুদের খেলাধূলা সহ নানান ধরনের উপকরন থাকবে থানা চত্বরে। শিশুরা চকলেট পছন্দ করে তাদের থানার পক্ষ থেকে চকলেট দিয়ে আপন করে বন্ধু সুলভ আচারণ করে পুলিশ সম্পর্কে সু-ধারনা দিতে হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, শার্শা থানার ওসি (তদন্ত) মাহদুদ আল ফরিদ ভুইয়া, সেকেন্ড অফিসার এসআই খায়রুল বাশার, এসআই আবুল হাসান, এএসআই মাজিদুর রহমান, বেনাপোল প্রেসক্লাবের সাধারন সম্পাদক রাশেদুজ্জামান রাশু, বন্দর প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক আনিছুর রহমান, দৈনিক ইত্তেফাকের বেনাপোল প্রতিনিধি কাজী শাহাজাহান সবুজ, দৈনিক যায়যায় দিনের বেনাপোল প্রতিনিধি জি এম আশরাফ, গ্রামের কাগজের শার্শা প্রতিনিধি আব্দুল মান্নান, দৈনিক জনতার বেনাপোল প্রতিনিধি এম ওসমান, লোকসমাজের মনিরুল ইসলাম মনি, এমটিভি বাংলার বেনাপোল প্রতিনিধি ইকরামুল ইসলাম, জিবাংলা টিভির জেলা প্রতিনিধি সেলিম আহম্মেদ ও দৈনিক যশোর’র বাগআঁচড়া প্রতিনিধি শহিদুল ইসলাম প্রমুখ।