পাবনায় কৃষিজ লোক সাংস্কৃতিক পাঠাগারের উদ্বোধনী অনুষ্ঠান পালিত
- প্রকাশিত সময় ১১:৩১:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী ২০২০
- / 184
ডেস্ক নিউজঃ তৃণমূল কৃষকদের মাঝে তথ্য প্রযুক্তি সেবা প্রদানের লক্ষে কৃষিজ লোক-সাংস্কৃতিক পরিষদের আয়োজনে সদর উপজেলার মালিগাছা ইউনিয়নের মজিদপুর( হাটপাড়া) তে বিকাল চারটায় কৃষিজ লোক-সাংস্কৃতিক পাঠাগারের উদ্বোধনী অনুষ্ঠান পালিত হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মো. আজাহার আলী।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলার নির্বাহী অফিসার মো. জয়নাল আবেদিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান শামসুন্নাহার রেখা, মালিগাছা ইউনিয়নের চেয়ারম্যান শরিফুল ইসলাম শরিফ, উপজেলা কৃষি কর্মকর্তা মাসুম বিল্লাহ।
কৃষি তথ্য সার্ভিসের আঞ্চলিক কৃষি তথ্য ও যোগাযোগ বিশেষজ্ঞ প্রশান্ত কুমার সরকার এআই সিও মো. জুলফিকার আলী, আশিষ তরফদার, অবসর প্রাপ্ত সহকারী তথ্য অফিসার এটিএম ফজলুর করিম সহ এলাকার তৃণমূল কৃষকেরা এসময় উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠান কৃষকদের সাথে মতবিনিময় ও কৃষি তথ্য সার্ভিসের সচেতনতা মূলক প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়।
অনুষ্ঠানে সংগঠনের আহবায়ক তমাল তরু, সদস্য সচিব রবিউল ইসলাম, রহমতুল্লাহ দোলন, আশিষ মাহমুদ, সোহান, পাপ্পু, নাসির, রতন সহ সকল সদস্য উপস্থিত ছিলেন।