ফরিদপুরে আগুনে পুড়ল নগদ আড়াই লাখ টাকা
- প্রকাশিত সময় ০৪:৩০:৪৯ অপরাহ্ন, শনিবার, ৮ ফেব্রুয়ারী ২০২০
- / 103
ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধিঃ পাবনার ফরিদপুরে অগ্নিকান্ডে একটি বাড়ি সম্পূর্ণ ছাই হয়ে গিয়েছে। ঐ সময় বাড়িতে থাকা নগদ আড়াই লক্ষ টাকা সহ প্রায় ছয় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
উপজেলার পুঙ্গলী ইউনিয়নের রতনপুর গ্রামে শুক্রবার রাত দশটার দিকে এই ঘটনা ঘটে। বাড়ির মালিক মানিক মিয়া ঐ গ্রামের আরশেদ আলীর ছেলে।
এলাবাসী জানায়, তাদের ধারণা শুক্রবার রাত ১০ টার দিকে রান্নার চুলার আগুন থেকে আগুনের সূত্রপাত। আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। এলাকারবাসীর চেষ্টায় দুই ঘন্টা পরে আগুন নিয়ন্ত্রনে আসে ততক্ষণে মানিক মিয়ার বাড়িতে থাকা চারটি ঘরই সম্পূর্ণরুপে পুড়ে যায়।
ফরিদপুর উপজেলায় ফায়ার সার্ভিস স্টেশন থাকলেও রতনপুর গ্রামের সাথে মূল সড়কের যোগ না থাকায় ইকুইপমেন্টসহ ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌছাতে পারে নাই।
পরিবারের সদস্যরা জানান, মানিক মিয়ার এক ছেলে প্রবাসী। দুইদিন আগে সে ব্র্যাক ব্যাংকের মাধ্যমে দেড় লাখ টাকা পাঠিয়েছিল। আরেক ছেলেকে বিদেশে পাঠাতে কয়েকটি এনজিও থেকে মানিক মিয়া আরও এক লাখ টাকা ঋণ নিয়েছিলেন যার সমস্ত ঘরেই গচ্ছিত ছিল। অগ্নিকন্ডে এসব টাকাসহ প্রয়োজনীয় সব কাগজপত্র পুড়ে গিয়েছে।
পুঙ্গলি ইউনিয়ন পরিষদের রতনপুর গ্রামের মেম্বার মোতালেব হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আড়াাই লাখ টাকার মধ্যে কয়েকটি বান্ডিল সম্পূর্ণ পুড়ে গেছে। কিছু আংশিক পুড়ে নষ্ট হয়ে গেছে তবে তা ব্যবহার অযোগ্য।