পাবনায় পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন বিষয়ক মতবিনিময় ও উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত
- প্রকাশিত সময় ০৯:২০:২৩ অপরাহ্ন, সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২০
- / 99
মিজান তানজিল, পাবনাঃ পাবনায় জেলা পর্যায়ে পাট চাষী, পাট সংশ্লিষ্ট ব্যবসায়ী ও স্টেকহোল্ডারদের নিয়ে পাট খাতে সার্বিক উন্নয়ন ও পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন ২০১০ বাস্তবায়ন শীর্ষক মতবিনিময় ও উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও পাট অধিদপ্তর, পাবনার আয়োজনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক কবির মাহমুদ। বক্তব্য কালে তিনি বলেন, পাট বাংলাদেশের সোনালী আঁশ। এক সময় এর ছিলো ব্যাপক চাহিদা । ক্ষতিকর পলিথিন ব্যবহারের কারনে পাটের ব্যবহার কমে যাচ্ছে।
বিশ্বজুড়ে এর বিরুদ্ধে কঠোর নিয়ন্ত্রণ এনে আবার পাটের ব্যবহার বৃদ্ধির প্রক্রিয়া চলছে। বাংলাদেশে অনেক পণ্যের মোড়কে পাটের ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। আইন প্রয়োগে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে সংশ্লিষ্টদের আইন মেনে চলার পরামর্শ দেওয়া হয়।
অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাহেদ পারভেজ’র সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জাহিদ নেওয়াজ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পাবনার অতিরিক্ত উপ-পরিচালক সাইফুল ইসলাম, বিশিষ্ট শিক্ষাবিদ মির্জা শহিদুল ইসলাম, জেলা পাট চাষী সমিতির সভাপতি সুনিল কুমার, উপজেলা পাটচাষী সমিতির সভাপতি শাহাদত হোসেন, বঙ্গবন্ধু কৃষিপদক প্রাপ্ত পাটচাষী বিপ্লব সেন,আহসান জুট মিলের স্বত্তাধিকারী মিরাজুল ইসলাম রুবেল সহ আরো অনেকেই।
স্বাগত বক্তব্য দেন পাট উন্নয়ন কর্মকর্তা মামুনার রশিদ। অনুষ্ঠানটি পরিচালনা করেন পাট অধিদপ্তর পাবনার মূখ্য পরিদর্শক হাজ্জাজুর রশিদ।