নকল ডিটারজেন্ট বিক্রির দায়ে দুইজনকে জরিমানা
- প্রকাশিত সময় ০৯:৩৫:১৩ অপরাহ্ন, সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২০
- / 103
পাবনা (ভাঙ্গুড়া) প্রতিনিধিঃ পাবনার ভাঙ্গুড়ায় নকল ডিটারজেন্ট পাউডার বিক্রির দায়ে রুহুল আমিন (২৫) ও আব্দুল রউফ (২৪) নামে দুইজনকে জরিমানা করছে ভ্রাম্যমান আদালত।
ভাঙ্গুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশরাফুজ্জামান সোমবার দুুপুরে এই আদালত পরিচালনা করেন।
জানা যায়, এই চক্রটি দীর্ঘদিন যাবৎ উপজেলার বিভিন্ন জায়গায় ফেরীকরে ইউনিলিভারের রিন ডিটারজেন্টের ন্যায় দেখতে নকল পন্য বিক্রি করে আসছিল।
এদের কাছ থেকে ডিটারজেন্ট কিনে প্রতারিত একজন সরদাপাড়া গ্রামের আবদুল ওয়াহাব। আজ দুপুরে ওয়াহাব ভাঙ্গুড়া বাজারে তার নিজ মাংসের দোকানে থাকা কালীন ঐ প্রতারকদের আটক করে।
সে সময় তাদের সাথে থাকা ইউনুস (২৪) নামে একজন পালিয়ে যায়।
পরে ভাঙ্গুড়া থানা পুলিশকে খরব দিলে এএসআই সাজেদুর ও এএসআই কামরুজ্জান ঘটনাস্থলে এসে তাদের কাছে থাকা ৫০০ গ্রাম ওজনের ২৫ প্যাকেট নকল রিন পাউডার জব্দ করে ভাঙ্গুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করেন।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা সেখানে উপস্থিত হয়ে আটক দুইজনকে এক হাজার টাকা জরিমানা ও এই প্রতারণা আর করবে না মর্মে মুচলেকা নিয়ে ছেড়ে দেন এবং জব্দকৃত ২৫ প্যাকেট ডিটারজেন্ট পাউডার ধ্বংসের জন্য ভঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য পরিদর্শক নুরূল ইসলামকে নির্দেশ দেন।
পরে স্বাস্থ্য পরিদর্শক নুরূল ইসলাম জব্দকৃত পাউডার ধ্বংস করেন।