নারী-শিশু পাচার ও চোরাচালান প্রতিরোধে বিজিবি’র সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা
- প্রকাশিত সময় ১১:০০:২২ অপরাহ্ন, সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২০
- / 130
বেনাপোল প্রতিনিধিঃ বেনাপোল বিজিবি কোম্পানি সদর কতৃক আয়োজিত মাদক, নারী- শিশু পাচার ও চোরাচালান প্রতিরোধে স্থানীয় সংবাদকর্মীদের সাথে মতবিনিময় সভার আয়োজন করে।
সোমবার দুপুর ১২ ঘটিকার সময় বেনাপোল বিজিবি কোম্পানি সদর এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে, ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল সেলিম রেজার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, বিজিবির উপ-মহাপরিচালক বিগ্রেডিয়ার জেনারেল মোঃ জালাল গনি খান, এনডিসি, পিএসসি, রিজিয়ন কমান্ডার, দক্ষিন-পশ্চিম রিজিয়ন, যশোর, বিশেষ অতিথি সেক্টর কমান্ডার কর্ণেল মোঃ আরশাদ আলী ও ৪৯ বিজিবি টুআইসি মেজর নজরুল ইসলাম।
মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন, বেনাপোল প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব মহসিন মিলন, আলহাজ্ব জামাল হোসেন, সিনিয়র আলহাজ্ব সাংবাদিক বকুল মাহবুব, প্রেস ক্লাবের সাধারন সম্পাদক রাশেদুর রহমান রাশু, দৈনিক ইওেফাকের সাংবাদিক কাজী শাহজাহান সবুজ, টিভি জার্নালিস্ট এসোশিয়েশনের সভাপতি সাজেদুর রহমান, দৈনিক যুগান্তর ও আরটিভির সাংবাদিক কামাল হোসেন, এস এ টিভির শেখ নাছির উদ্দিন, দৈনিক জনতার ওসমান, শিক্ষা তথ্য ইকরামুল ইসলাম, দৈনিক সংবাদের দেবুল কুমার দাস, এটিএন বাংলার আহমদ আলী শাহীন, এশিয়ান টিভির রাশেদুজ্জামান বাপ্পীও মিলন হোসেন, ঢাকা ট্রিবিউনের সেলিম রেজা, নয়া দিগন্তের আব্দুল মান্নান, শাহীদুজ্জামান শাহীন, দৈনিক আমার সংবাদের ফারুক হোসেন, দৈনিক মানব কন্ঠের ফারুক হাসান, আব্দুল আউয়ালসহ ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সংবাদকর্মী।
এ সময় প্রধান অতিথি বলেন, মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স। যে কোন মূল্যে মাদক চোরাচালান বন্ধ করতে হবে।
তিনি নারী-শিশু পাচার প্রতিরোধে ও পাসপোর্ট যাত্রীরা যেন হয়রানী না হয় সে বিষয়ে এবং মাদকের সুফল-কুফল, সীমান্তে অবৈধ পারাপার, মাদক নিয়ন্ত্রনে বিজিবিকে সহযোগিতা করার জন্য সকলের প্রতি আহবান জানান।