পারিশ্রমিক হ্রাসের প্রতিবাদে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষকদের লাগাতার কর্মবিরতি ও প্রতিবাদ সমাবেশ
- প্রকাশিত সময় ০৬:৩৩:৩৬ অপরাহ্ন, বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২০
- / 158
র ই রনিঃ দীর্ঘ উনিশ মাস ধরে চলা আন্দোলনে বেতন উত্তোলন না করে নিরব প্রতিবাদ করে আসছিলেন শিক্ষক কর্মচারীরা অবশেষে কেন্দ্রীয় কমিটির সম্মতিক্রমে লাগাতার কর্মবিরতি ও প্রতিবাদ সমাবেশ করে পাবনা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষক সমিতি, শিক্ষক পরিষদ, বাকাশিঅকস পরিষদের শিক্ষক কর্মচারীবৃন্দ।
বুধবার দুপুর দুইটা পনের মিনিটে প্রতিষ্ঠানের পতাকা মঞ্চের সামনে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তারা বলেন আমাদেরকে যেকোন শিক্ষকের চেয়ে দ্বিগুণ পরিশ্রম করতে হয় অথচ আমাদের পারিশ্রমিক নিয়ে যে প্রহসন চলছে তা অনতিবিলম্বে বন্ধ করতে হবে।
আপাতত তারা তাদের বর্তমান স্কেলে ৫০% ও পরবর্তীতে শতভাগ বেতনের দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।
বক্তারা বলেন পাবনা পলিটেকনিক ইনস্টিটিউট ২য় শিফটে প্রায় তিন হাজার সহ সারাদেশে অসংখ্য শিক্ষার্থীর ভবিষ্যৎ নিশ্চিত করতে সরকারের দ্রুত পদক্ষেপ নেয়া উচিত। এসময় সকল শিক্ষক উপস্থিত ছিলেন।