ময়মনসিংহে শুরু হলো দুই দিন ব্যাপী শান্তি ও ন্যায্যতা উৎসব
- প্রকাশিত সময় ১২:০৫:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২০
- / 126
“সৃষ্টির প্রতি যত্ন, জাগুক হৃদয় সৃষ্টির কল্যাণে” এ প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহের শিল্পাচার্য জয়নুল আবেদীন পার্কের বৈশাখী মঞ্চে শুরু হল দুদিন ব্যাপী শান্তি ও ন্যায্যতা উৎসব-২০২০।
শান্তি ও ন্যায্যতা উৎসবের ১২ ফেব্রুয়ারি সকালে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলার সুযোগ্য জেলা প্রশাসক মোঃ মিজানুর রহমান।
শান্তি মিত্র সমাজ কল্যাণ সংস্থার সভাপতি অরন্য ই চিরানের সভাপতিত্বে সভার শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন শান্তি মিত্র সমাজকল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক সুবর্ণা পলি দ্রং।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেনোনাইট সেন্ট্রাল কমিটি বাংলাদেশের কান্ট্রি রিপ্রেজেন্টিভ জর্জ ইপ, নারী উদ্যোক্তা ও সমাজকর্মী সৈয়দা সেলিমা আজাদ এবং বিপ্লব নাংসা।
প্রধান অতিথি তার শ্রুতি মধুর বক্তব্যের শুরুতেই বলেন, অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে সরকার কাজ কারে যাচ্ছে । আমরা যার যার জায়গা থেকে অন্য ধর্মের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার মাধ্যমে সরকারের অসাম্প্রদায়িক বাংলাদেশের স্বপ্ন বাস্তবে রূপ দিতে পারি। শান্তির বার্তা নিয়ে যুগে যুগে অসংখ্য মহামানবের আগমন হয়েছে। তাদেরকে স্রস্টা শান্তির বার্তা প্রদানের লক্ষ্যে প্রেরণ করেছেন। মহামানবদের শিক্ষা যে কোন ধর্মের মানুষদের প্রতি শ্রদ্ধাশীল করে তুলে।
ব্যক্তিগত ভাবে তিনি শান্তি ও ন্যায্যতা উৎসবের সফলতা কামনা করেন।
শান্তি মিত্র সমাজ কল্যাণ সংস্থার শান্তিকর্মী নাজমুল সরকার জানান, প্রতিবছর শান্তি ও ন্যাযতার বাণী নিয়ে এ উৎসব আয়োজন করে থাকে ময়মনসিংহ শান্তি মিত্র সমাজ কল্যাণ সংস্থা। এই নিয়ে ষষ্ঠবারের মতো অনুষ্ঠিত হলো এই উৎসব।