সুবর্ণচর উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৩টি ইটভাটাতে ভ্রাম্যমান আদালতের জরিমানা
- প্রকাশিত সময় ০৯:০১:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২০
- / 113
মোহাম্মদ দেলোয়ার হোসেন, নোয়াখালীঃ গতকাল ১২ ফেব্রুয়ারী নোয়াখালী জেলার বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেটের নির্দেশনায় এবং বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রে্টের সার্বিক তত্ত্বাবধানে নোয়াখালী জেলার সুবর্ণচর উপজেলায় ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়।
এ সময় ইট ভাটায় জ্বালানি হিসেবে কাঠের ব্যবহার এবং ইটের মানদণ্ডে কারচুপির অভিযোগে আল্লাহর দান ব্রিক ফিল্ড, সুভাস ব্রিক ম্যানুফ্যাকচারিং ও এবিএম ব্রিক ফিল্ড কে ‘ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩’ ও ‘ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন,২০০৯’ এর আওতায় সাড়ে তিন লক্ষ টাকা জরিমানা করা হয়।
এছাড়াও ফোস্টার ফার্মস লিমিটেডকে কে ঝুঁকিপূর্ণ বর্জ্য উৎপাদন ও পয়নিষ্কাশনের যথাযথ ব্যবস্থাপনা না থাকায় ‘বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫’ এ ১ লক্ষ টাকা জরিমানা করা হয় এবং ব্যবসায়ীদের সতর্ক করা হয়।
আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মোঃ মাসুদুর রহমান।
আদালত পরিচালনায় সহযোগিতা করেন উপজেলা নির্বাহী অফিসার, সুবর্ণচর, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, সুবর্ণচর, কোম্পানি কমান্ডার জনাব সালেহ আহমেদ (এএসপি) এর নেতৃত্বে র্যাব-১১, লক্ষ্মীপুর এবং জেলা পরিবেশ অধিদপ্তর। জনস্বার্থে মোবাইল কোর্টের এমন অভিযান অব্যাহত থাকবে।