পুঠিয়া থানা চত্বর থেকে পালিয়ে যাওয়া আসামিকে ১৪ ঘন্টা পর আটক
- প্রকাশিত সময় ১০:৪০:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী ২০২০
- / 96
রাজশাহী (পুঠিয়া) প্রতিনিধিঃ পুঠিয়া থানা চত্বর থেকে পালিয়ে যাওয়া আসামিকে ১৪ ঘন্টা পর আটক করেছে পুঠিয়া থানা পুলিশ। গত বৃহস্পতিবার রাত্রিতে আর্মড পুলিশ ব্যাটালিয়ান (এপিবিএন) এর অভিযানে ইয়াবাসহ শাহাদৎ হোসেন (২৫) নামের এক যুবককে আটক করা হয়।
আটক শাহাদৎ হোসেন চারঘাট উপজেলার চামটা পূর্বপাড়া গ্রামের মজিবর রহমানের ছেলে। তার বিরুদ্ধে এর আগে বিভিন্ন থানায় মামলা রয়েছে।
পুঠিয়া থানা সূত্রে জানাগেছে, গোপন সংবাদের ভিত্তিতে আর্মড পুলিশ ব্যাটালিয়ান (এপিবিএন) উপজেলার বানেশ্বর বাজার এলাকা থেকে অভিযান চালিয়ে রাত্রি সাড়ে ১১টার সময় দেড়’শ পিস ইয়াবাসহ শাহাদৎ হোসেনকে আটক করে।
পরে তাকে পুঠিয়া থানা সোপর্দ করার জন্য তাদের গাড়িতে করে থানা চত্বরে নিয়ে আসে। পুঠিয়া থানা চত্বরের বাহিরে একজন কন্সটেবলের পাহাড়ায় আর্মড পুলিশ ব্যাটালিয়ানেস সদস্যরা থাানার ভিতরে যায়। সেই সুযোগে আসামী শাহাদৎ হ্যান্ডকাপসহ কন্সটেবলকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়।
বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাকে আটক করতে না পেরে আমর্ড পুলিম ব্যাটালিয়ানের এস আই ওয়াসিম আলী বাদী হয়ে পুঠিয়া থানায় দুইটি মামলা করে।
পুঠিয়া থানা পুলিশ প্রায় ১৪ ঘন্টা পর এক অভিযানে তাকে আটক করতে সক্ষম হয়েছে।
এবিষয়ে পুঠিয়া থানা অফিসার ইনচার্জ রেজাউল ইসলাম জানান, রাতে আমর্ড পুলিশ ব্যাটালিয়ানে হাত থেকে আসামি পালিয়ে যাওয়ার পর থেকে তাকে আটককে জন্য বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারা যায় পালিয়ে যাওয়া আসামি শাহাদৎ রাজশাহীতে অবস্থান করছে। রাজশাহী শহরের অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। সেসময় হ্যান্ডকাপটিও উদ্ধার করা হয়।
আটক শাহাদৎকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।