ভালোবাসা দিবসে ঘৃণার কবিতা পাঠ অনুষ্ঠান অনুষ্ঠিত হলো মাগুরায়
- প্রকাশিত সময় ১২:৪৬:১৫ পূর্বাহ্ন, শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২০
- / 187
মাগুরায় অনলাইন “মিহিন্দা” সাহিত্য পত্রিকার উদ্যোগে ১৪ ই ফেব্রুয়ারি শুক্রবার বিকাল ৪.৩০ টায় মাগুরা জেলার পরিত্যক্ত থিম পার্কে ভালোবাসা দিবসে ঘৃণার কবিতা পাঠ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
পাঠ অনুষ্ঠান টি যৌথ ভাবে পরিচালনা করেন মিহিন্দা সাহিত্য পত্রিকার সম্পাদক আরাফাতুল আরাফাত ও কবি সুদেব চক্রবর্তী।
এসময় স্বরচিত কবিতা আবৃত্তি করেন কবি অনিল দে মনি,কবি কমল হাসান,কবি সায়েক উদ্দিন সোহান,কবি আল আমিন সোহেল,কবি অঙ্কুর আকাশ,কবি বাহারুল ইসলাম রবিন প্রমুখ।
আয়োজকদের দাবি, ভালোবাসা দিবস। কিন্তু কোথাও কি ভালোবাসা আছে? নারীকে বানানো হয়েছে ভোগ্যপন্য, ধর্ষণ এখন রোজকার ঘটনা। প্রেমও এখন কেবল শরীর সর্বস্ব।
আবার এদিনটা স্বৈরাচার প্রতিরোধ দিবস। বাংলাদেশের রক্তাক্ত অধ্যায়। আজকের প্রজন্ম স্রোতে ভেসে ভুলেছে ইতিহাস।
দেশটাও আজ ভালোবাসার অভাবে ধুকছে। দেশপ্রেমের কথা বলে কতকগুলো শুয়োর জাতীয় পতাকা গাড়িতে টানিয়ে ঢুকে পড়ে পার্লামেন্টে, তারপর ষড়যন্ত্র করে প্রাণ-প্রকৃতি ধ্বংসের। দেশের প্রতি ভালোবাসা কোথায়?