বইমেলায় সর্বাধিক বিক্রি হয়েছে সনমের কবিতার বই ‘আদরিণী’
- প্রকাশিত সময় ১২:৫৮:২৪ পূর্বাহ্ন, শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২০
- / 117
স্টাফ রিপোর্টারঃ শহরের দোয়েল সেন্টারে মাসব্যাপী বইমেলাতে দৈনিক ইছামতির প্রধান প্রতিবেদক ও যমুনা টেলিভিশনের পাবনা জেলা প্রতিনিধি ছিফাত রহমান সনমের বারোতম কাব্যগ্রন্থ আদরিণী এখন অবধি স্থানীয় লেখকদের মাঝে সর্বাধিক বিক্রি হয়েছে বলে জানিয়েছেন বইমেলার স্টল মালিকেরা।
গতকাল ভালোবাসা দিবসের দিনেই বইটি বিক্রি হয়েছে সকল স্টল মিলিয়ে ষাট কপির মতো। প্রেম বিরহের কাব্যগ্রন্থ আদরিণীর মোড়কটি যেন আকৃষ্ট করেছে স্টল মালিকদের ও পাঠকের কাছে। সকল স্টল মালিক বইটি খুবই যত্ন করে সাজিয়ে রেখেছেন।
তারা বলছেন, অনেক মানুষ বইটি দেখছে ও অনেকেই কিনে নিয়ে যাচ্ছেন। সনমের বই দেন এমন কথাও এসে বলছেন ক্রেতারা।
দৃষ্টিনন্দন প্রচ্ছদের এই বইটি প্রকাশ করেছে মহীয়সী প্রকাশ ও এর প্রচ্ছদ করেছেন পাবনার কৃতি সন্তান বিশিষ্ট অংকন শিল্পী বিপ্লব দত্ত।
উল্লেখ্য, গেলো বুধবার প্রায় সকল দোকানে বইটি প্রায় শেষের পর্যায়ে গেলে নতুন করে ফের সকল স্টলে বইটি দিয়েছেন লেখক বলে জানান স্টল সংশ্লিষ্টরা।
তারা এও জানান, প্রেমে ছ্যাঁক খেয়েছেন আর নতুন করে যারা প্রেমে জড়িয়েছেন বইটি তাদেরকেই আকৃষ্ট করছে বেশি। বইটির পাঠকের মাঝে বেশিরভাগই উঠতি বয়সী যুবক যুবতী। বইমেলা চলাকালীন গেলো চৌদ্দ দিনে বইটি বিক্রি হয়েছে প্রায় দেড়শো কপির মতো।