ঢাকা ০৪:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ৬ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞপ্তি :
সারাদেশের জেলা উপোজেলা পর্যায়ে দৈনিক স্বতঃকণ্ঠে সংবাদকর্মী নিয়োগ চলছে । আগ্রহী প্রার্থীগন জীবন বৃত্তান্ত ইমেইল করুন shatakantha.info@gmail.com // দৈনিক স্বতঃকণ্ঠ অনলাইন ও প্রিন্ট পত্রিকায় বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৭১১-৩৩৩৮১১, ০১৭৪৪-১২৪৮১৪

স্থানীয় লেখকদের বইয়ের প্রতি আগ্রহ বেশি পাঠকদের উৎসাহিত লেখকেরা

বার্তাকক্ষ
  • প্রকাশিত সময় ০৩:০৭:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২০
  • / 136

মহিউদ্দিন নিশাত, বগুড়াঃ সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া কতৃক আয়োজিত “অমর একুশে গ্রন্থমেলা ২০২০” এর তৃতীয় দিনেও মেলায় ক্রেতা এবং দর্শনার্থীদের উপচে পড়া ভিড় যেমন দেখা যায়। তেমনি নতুন লেখকদের প্রকাশিত বই এবং অত্র কলেজের শিক্ষকদের লেখা অসংখ্য বই বিক্রি হতে দেখা যায়।

ইংরেজি বিভাগের সুনামধন্য স্যার শ্রধ্যেয় প্রিন্সিপাল অধ্যাপক আ. কাদের (কবি খৈয়াম কাদের) স্যারের বই “নির্বাচিত ১০০ কবিতার”, অত্যন্ত প্রিয়ব্যক্তিত্ব শ্রধ্যেয় জাহীদ সরওয়ার আলী খান স্যারের বই “মেঘে ঢাকা তিস্তা”, আরেক নক্ষত্র শ্রধ্যেয় কবীর রানা স্যারের নতুন বই “কবে কোথায় ঘুমিয়েছিলাম” প্রচুর পরিমাণে বিক্রি হতে দেখা যায়। এছাড়াও আরো কিছু স্থানীয় লেখকদের বই পাওয়া যাচ্ছে মেলায়।

পাঠকদের বই পড়ার প্রতি উৎসাহিত করার জন্য লেখকেরা নিজে বইয়ের স্টলগুলোতে উপস্থিত থেকে পাঠকদের হাতে বই তুলে দিচ্ছেন। এর ফলে পাঠকরা যেমন আনন্দিত হচ্ছেন লেখকরাও হচ্ছেন উৎসাহিত। এছাড়াও বিক্রি হচ্ছে অসমাপ্ত আত্মজীবনী সহ বিখ্যাত সব লেখকের এর বই।

তবে স্থানীয় লেখকদের প্রতি যেন পাঠকদের আগ্রহটা একটু বেশি। এ ব্যাপারে লেখক এবং পাঠকদের সাথে কথা বলে জানতে পারা যায়। স্থানীয় লেখকদের লেখার মান ভালো হওয়ায় তারা আগ্রহ নিয়ে বই কিনছে এবং লেখকদের উৎসাহিত করছে যাতে পরবর্তীতে তারা আরো ভালো লিখে। লেখকরা এতে নিজেদের লেখার প্রতি আরও উৎসাহিত হচ্ছে। এবং তারা আশা করছে আগামী দিনগুলোতে তাদের বই এভাবে বিক্রি হবে।

স্থানীয় লেখকদের বইয়ের প্রতি আগ্রহ বেশি পাঠকদের উৎসাহিত লেখকেরা

প্রকাশিত সময় ০৩:০৭:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২০

মহিউদ্দিন নিশাত, বগুড়াঃ সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া কতৃক আয়োজিত “অমর একুশে গ্রন্থমেলা ২০২০” এর তৃতীয় দিনেও মেলায় ক্রেতা এবং দর্শনার্থীদের উপচে পড়া ভিড় যেমন দেখা যায়। তেমনি নতুন লেখকদের প্রকাশিত বই এবং অত্র কলেজের শিক্ষকদের লেখা অসংখ্য বই বিক্রি হতে দেখা যায়।

ইংরেজি বিভাগের সুনামধন্য স্যার শ্রধ্যেয় প্রিন্সিপাল অধ্যাপক আ. কাদের (কবি খৈয়াম কাদের) স্যারের বই “নির্বাচিত ১০০ কবিতার”, অত্যন্ত প্রিয়ব্যক্তিত্ব শ্রধ্যেয় জাহীদ সরওয়ার আলী খান স্যারের বই “মেঘে ঢাকা তিস্তা”, আরেক নক্ষত্র শ্রধ্যেয় কবীর রানা স্যারের নতুন বই “কবে কোথায় ঘুমিয়েছিলাম” প্রচুর পরিমাণে বিক্রি হতে দেখা যায়। এছাড়াও আরো কিছু স্থানীয় লেখকদের বই পাওয়া যাচ্ছে মেলায়।

পাঠকদের বই পড়ার প্রতি উৎসাহিত করার জন্য লেখকেরা নিজে বইয়ের স্টলগুলোতে উপস্থিত থেকে পাঠকদের হাতে বই তুলে দিচ্ছেন। এর ফলে পাঠকরা যেমন আনন্দিত হচ্ছেন লেখকরাও হচ্ছেন উৎসাহিত। এছাড়াও বিক্রি হচ্ছে অসমাপ্ত আত্মজীবনী সহ বিখ্যাত সব লেখকের এর বই।

তবে স্থানীয় লেখকদের প্রতি যেন পাঠকদের আগ্রহটা একটু বেশি। এ ব্যাপারে লেখক এবং পাঠকদের সাথে কথা বলে জানতে পারা যায়। স্থানীয় লেখকদের লেখার মান ভালো হওয়ায় তারা আগ্রহ নিয়ে বই কিনছে এবং লেখকদের উৎসাহিত করছে যাতে পরবর্তীতে তারা আরো ভালো লিখে। লেখকরা এতে নিজেদের লেখার প্রতি আরও উৎসাহিত হচ্ছে। এবং তারা আশা করছে আগামী দিনগুলোতে তাদের বই এভাবে বিক্রি হবে।