দুবলিয়া উচ্চ বিদ্যালয়ের ভবন উদ্বোধন ও ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরনী অনুষ্ঠিত
- প্রকাশিত সময় ০৬:০৬:৪২ অপরাহ্ন, রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২০
- / 85
মিজান তানজিল, পাবনাঃ পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য গোলাম ফারুক প্রিন্স এমপি বলেছেন, টেকসই ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে শিক্ষার কোন বিকল্প নাই।
সেহেতু শিক্ষার প্রসার ঘটাতে শিক্ষকদের আরো আন্তরিক ভাবে মনোনিবেশ করতে হবে। সেই সাথে শিক্ষার্থীদের ডিজিটাল ও বিজ্ঞান ভিত্তিক শিক্ষা দান করতে হবে।
রবিবার দুপুরে পাবনার সদর উপজেলার দুবলিয়া উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবন উদ্বোধন ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য কালে তিনি এসব কথা বলেন।
এমপি প্রিন্স আরো বলেন, শিক্ষা জীবনের একটি বড় অংশ। প্রকৃত মানুষ হওয়ার জন্য শিক্ষার কোনো বিকল্প নেই। শুধু বড় ডিগ্রি অর্জন করলেই বড় মানুষ হওয়া যায় না। বড় মানুষ হওয়ার জন্য প্রকৃত শিক্ষা অর্জন করতে হয়। এজন্য শিশুদের সৃজনশীল কাজে যুক্ত করতে হবে।
অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির ম্যানেজিং কমিটির সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোশারফ হোসেন’র সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার এসএম মোসলেম উদ্দিন, হাজী জসিম উদ্দিন ডিগ্রী কলেজের অধ্যক্ষ নাজমুল হোসেন বিশ্বাস, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন, জেলা আওয়ামীলীগের শ্রম বিষয়ক সম্পাদক সরদার মিঠু আহমেদ, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সোহেল হাসান শাহিন, সাদুল্লাহপুর ইউপি চেয়ারম্যান আব্দুল কুদ্দুস মুন্সী, চরতারাপুর ইউপি সাবেক চেয়ারম্যান নিজাম উদ্দিন, ভাঁড়ারা ইউনিয়নের চেয়ারম্যান আবু সাঈদ খান, দুবলিয়া স্থায়ী পুলিশ ফাঁড়ির ইনচার্জ খোকন চন্দ্র দাস, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শেখ রাসেল আলী মাসুদ, অর্থবিষয়ক সম্পাদক হিরোক হোসেন,দপ্তর সম্পাদক শেখ সাইফুল ইসলাম,পৌর আওয়ামীলীগ নেতা কামরুজ্জামান রকি, উপজেলা আওয়ামীলীগ নেতা সিদ্দিকুর রহমান খান, চরতারাপুর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি জালাল উদ্দিন বিশ্বাস, সাদুল্লাহপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক রইচ উদ্দিন, সহ বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় আওয়ামীলীগের নেতৃবৃন্দ।