ঢাকা ০৫:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞপ্তি :
সারাদেশের জেলা উপোজেলা পর্যায়ে দৈনিক স্বতঃকণ্ঠে সংবাদকর্মী নিয়োগ চলছে । আগ্রহী প্রার্থীগন জীবন বৃত্তান্ত ইমেইল করুন shatakantha.info@gmail.com // দৈনিক স্বতঃকণ্ঠ অনলাইন ও প্রিন্ট পত্রিকায় বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৭১১-৩৩৩৮১১, ০১৭৪৪-১২৪৮১৪

মহাকবির তালিকায় নাম লেখালেন আল মাহমুদ প্রথম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ

বার্তাকক্ষ
  • প্রকাশিত সময় ০৩:০৬:১৭ অপরাহ্ন, সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২০
  • / 216

নুরুল আবছার, ঢাকাঃ প্রথম মৃত্যুবার্ষিকীতে উত্তরসূরীদের শ্রদ্ধা ও ভালোবাসায় সিক্ত হলেন বাংলা কবিতার রাজপুত্র কালের কণ্ঠস্বর কবি আল মাহমুদ।

এ উপলক্ষে ঢাকার কাঁটাবনে কবিতাক্যাফেতে আয়োজিত স্মরণ ও কবিতাপাঠ অনুষ্ঠানে কবিরা আল মাহমুদকে বাংলা কবিতার অন্যতম শ্রেষ্ঠ অর্জন হিসেবে আখ্যায়িত করে বলেন, নাগরিক সভ্যতার সাথে গ্রামীন মিথকে যুক্ত করে বাংলা কবিতায় একটি অনন্য ধারা রচনা করে গেছেন তিনি।

‘কবি এবং কবিতা’র আয়োজনে অনুষ্ঠিত স্মরণ সভায় সভাপতিত্ব করেন কবিতার ছোটকাগজ পত্রিকাটির সম্পাদক কবি শাহীন রেজা।

ষাটের দশকের অন্যতম কবি জাহিদুল হক ছিলেন প্রধান অতিথি এবং প্রধান আলোচক হিসেবে ছিলেন কবি রেজাউদ্দিন ষ্টালিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি জাহাঙ্গীর ফিরোজ, ভারতের কবি কাজল চক্রবর্তী, বিশিষ্ট ছড়াকার আসলাম সানী এবং প্রবাসী কবি সাইফুল্লাহ মাহমুদ দুলাল। স্বাগত বক্তব্য রাখেন কবি জাকির আবু জাফর।

কবিকে নিয়ে স্মৃতিচারণ করেন কথাসাহিত্যিক আবু সাইদ জুবেরী, কবির বেয়াই আবুল হোসেন, কবি দারা মাহমুদ, কবি সাবেদ আল সাদ, কবি বকুল আশরাফ, কবি কামরুজ্জামান, কবি তৌফিক জহুর, কবি জামসেদ ওয়াজেদ, কবি মনসুর আজিজ প্রমুখ।

মাশরুরা লাকি এবং ইসমাইল জুমেল এর উপস্থাপনায় অনুষ্ঠিত এ আয়োজনে কবির কবিতা আবৃত্তি এবং নিবেদিত কবিতা পাঠে অংশগ্রহণ করেন বিশিষ্ট আবৃত্তিকার নাসিম আহমেদ, পলি রহমান, তাহমিদ জামান, নুরুন নাহার নীরু, সাঈফ মাহাদী, সীমান্ত আকরাম, নুরুল আবছার, শিফ্ফাত শাহরিয়ার, আলমগীর ইসলাম শান্ত, আমিন আল আসাদ, আমীর সোহেল, শওকত ইমতিয়াজ, মীর ইশরাত, জাহান নুর মোহাম্মদ, মুজিবুর রহমান প্রমুখ।

অনুষ্ঠানে কবির মহাকাব্য ‘যে গল্পের শেষ নেই শুরুও ছিলনা, এর মোড়ক উন্মোচন করেন উপস্থিত অতিথিরা।

তারা বলেন, এই মহাকাব্য বাংলা কবিতায় একটি নতুন সংযোজন এবং এর মধ্য দিয়ে আল মাহমুদ মহাকবির তালিকায় নাম লেখালেন।

এ সময় বইটির প্রকাশক সরলরেখা প্রকাশণের পক্ষে কবি আজরা পারভীন সাঈদ, শ্রুতিলেখক শামিল আরাফাত এবং কবির দীর্ঘদিনের সহচর কবি আবিদ আজম বক্তব্য রাখেন।
বিকেল ৫টা থেকে রাত ১০টা অব্দি অসংখ্য কবি ও কবিতা ভক্তের উপস্থিতিতে অনুষ্ঠানস্থল আল মাহমুদময় হয়ে ওঠে।

মহাকবির তালিকায় নাম লেখালেন আল মাহমুদ প্রথম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ

প্রকাশিত সময় ০৩:০৬:১৭ অপরাহ্ন, সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২০

নুরুল আবছার, ঢাকাঃ প্রথম মৃত্যুবার্ষিকীতে উত্তরসূরীদের শ্রদ্ধা ও ভালোবাসায় সিক্ত হলেন বাংলা কবিতার রাজপুত্র কালের কণ্ঠস্বর কবি আল মাহমুদ।

এ উপলক্ষে ঢাকার কাঁটাবনে কবিতাক্যাফেতে আয়োজিত স্মরণ ও কবিতাপাঠ অনুষ্ঠানে কবিরা আল মাহমুদকে বাংলা কবিতার অন্যতম শ্রেষ্ঠ অর্জন হিসেবে আখ্যায়িত করে বলেন, নাগরিক সভ্যতার সাথে গ্রামীন মিথকে যুক্ত করে বাংলা কবিতায় একটি অনন্য ধারা রচনা করে গেছেন তিনি।

‘কবি এবং কবিতা’র আয়োজনে অনুষ্ঠিত স্মরণ সভায় সভাপতিত্ব করেন কবিতার ছোটকাগজ পত্রিকাটির সম্পাদক কবি শাহীন রেজা।

ষাটের দশকের অন্যতম কবি জাহিদুল হক ছিলেন প্রধান অতিথি এবং প্রধান আলোচক হিসেবে ছিলেন কবি রেজাউদ্দিন ষ্টালিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি জাহাঙ্গীর ফিরোজ, ভারতের কবি কাজল চক্রবর্তী, বিশিষ্ট ছড়াকার আসলাম সানী এবং প্রবাসী কবি সাইফুল্লাহ মাহমুদ দুলাল। স্বাগত বক্তব্য রাখেন কবি জাকির আবু জাফর।

কবিকে নিয়ে স্মৃতিচারণ করেন কথাসাহিত্যিক আবু সাইদ জুবেরী, কবির বেয়াই আবুল হোসেন, কবি দারা মাহমুদ, কবি সাবেদ আল সাদ, কবি বকুল আশরাফ, কবি কামরুজ্জামান, কবি তৌফিক জহুর, কবি জামসেদ ওয়াজেদ, কবি মনসুর আজিজ প্রমুখ।

মাশরুরা লাকি এবং ইসমাইল জুমেল এর উপস্থাপনায় অনুষ্ঠিত এ আয়োজনে কবির কবিতা আবৃত্তি এবং নিবেদিত কবিতা পাঠে অংশগ্রহণ করেন বিশিষ্ট আবৃত্তিকার নাসিম আহমেদ, পলি রহমান, তাহমিদ জামান, নুরুন নাহার নীরু, সাঈফ মাহাদী, সীমান্ত আকরাম, নুরুল আবছার, শিফ্ফাত শাহরিয়ার, আলমগীর ইসলাম শান্ত, আমিন আল আসাদ, আমীর সোহেল, শওকত ইমতিয়াজ, মীর ইশরাত, জাহান নুর মোহাম্মদ, মুজিবুর রহমান প্রমুখ।

অনুষ্ঠানে কবির মহাকাব্য ‘যে গল্পের শেষ নেই শুরুও ছিলনা, এর মোড়ক উন্মোচন করেন উপস্থিত অতিথিরা।

তারা বলেন, এই মহাকাব্য বাংলা কবিতায় একটি নতুন সংযোজন এবং এর মধ্য দিয়ে আল মাহমুদ মহাকবির তালিকায় নাম লেখালেন।

এ সময় বইটির প্রকাশক সরলরেখা প্রকাশণের পক্ষে কবি আজরা পারভীন সাঈদ, শ্রুতিলেখক শামিল আরাফাত এবং কবির দীর্ঘদিনের সহচর কবি আবিদ আজম বক্তব্য রাখেন।
বিকেল ৫টা থেকে রাত ১০টা অব্দি অসংখ্য কবি ও কবিতা ভক্তের উপস্থিতিতে অনুষ্ঠানস্থল আল মাহমুদময় হয়ে ওঠে।