ঈশ্বরদীতে ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ১ ও আহত ৫
- প্রকাশিত সময় ০৩:৫৩:১৭ অপরাহ্ন, রবিবার, ২৩ মে ২০২১
- / 191
ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতাঃ পাবনার ঈশ্বরদীতে দাশুড়িয়া-নাটোর মহাসড়কে ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে ১ জন নিহত ও ৫ জন আহত হয়েছে।
রবিবার ২৩ মে দুপুর ২ টার দিকে দাশুড়িয়া-নাটোর মহাসড়কের মালিথা তেল পাম্পের সামনে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
ঈশ্বরদী হাইওয়ে থানা পুলিশের ইনচার্জ মনিরুজ্জামান এই মর্মান্তিক দুর্ঘটনার ঘটনাটি নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শী ও হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, দাশুড়িয়া হতে নাটোর অভিমুখী একটি সিএনজি মালিথা তেল পাম্পের সামনে পৌছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী ট্রাকের (কুষ্টিয়া-উ-১১-০০৭৪) সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় সিএনজির চালকসহ ৫ জন যাত্রী আহত হয়।
পার্শ্ববর্তী রাজাপুরের পূর্ণকলস গ্রামের যাত্রী আব্দুস সালাম হোসেন সেলু (৫২) কে গুরুতর আহত অবস্থায় ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বড়ইগ্রাম থানার সিএনজি চালক আলমগীর হোসেন (৫০) এর অবস্থা গুরুতর হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যান্য আহতরা স্থানীয়ভাবে চিকিৎসা গ্রহন করেছে বলে জানা গেছে।
অপরদিকে ঘাতক ট্রাকটি আটক হলেও ট্রাকের চালক ও হেলপার পালিয়ে গেছে।