সিরাজগঞ্জে সলঙ্গায় ২৪ কেজি গাঁজাসহ ২ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার
- প্রকাশিত সময় ০৯:৫৫:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ৬ অগাস্ট ২০২১
- / 257
স্বতঃকন্ঠ বার্তাকক্ষঃ সিরাজগঞ্জের সলঙ্গা থেকে ২৪ কেজি গাঁজাসহ ২ জন শীর্ষ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-১২, হাটিকুমরুল, সলঙ্গা, সিরাজগঞ্জ।
গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীরা হলো রংপুর জেলার কোতয়ালী থানার শান্তিপাক পশ্চিমপাড়ার মৃত আব্দুস সোবহান এর ছেলে মোঃ রোকন মিয়া(২৩) ও দিনাজপুর জেলার ফুলবাড়ী থানার কুরুশা ফেরুশা পশ্চিমপাড়ার মৃত শাহদাত হোসেন এর ছেলে মোঃ আব্দুল মান্নান(৫১)।
র্যাব-১২ এর স্পেশাল কোম্পানীর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার, সহকারী পুলিশ সুপার মি. জন রানা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার ৫ আগস্ট বেলা সাড়ে ১২ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১২ এর স্পেশাল কোম্পানীর একটি চৌকস আভিযানিক দল সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানার ঢাকা টু রাজশাহীগামী হাইওয়ে রোডের চড়িয়া শিকার গ্রামে এক মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ২ জন শীর্ষ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়।
এ সময় মাদক ব্যবসায়ীদের নিকট থেকে ২৪ কেজি অবৈধ নেশা জাতীয় মাদকদ্রব্য গাঁজা, মাদক ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত নগদ ১ লাখ ৬৮ হাজার টাকা, ১ টি ট্রাক এবং ২ টি মোবাইল জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাদক ব্যবসায়ীরা জানায়, তারা দীর্ঘদিন যাবৎ আইন প্রয়োগকারী সংস্থার চোখে ফাঁকি দিয়ে সিরাজগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় অবৈধ নেশাজাতীয় মাদক দ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিল।
গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন এর ৩৬(১) টেবিলের ১০(ক) ধারার মামলা দায়ের করে উদ্ধারকৃত আলামসহ তাদেরকে সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।